চলতি মৌসুমে ঝিনাইদহে বাম্পার ফলন হয়েছে সোনালী আঁশ খ্যাত পাটের। পাটের উৎপাদন বাম্পারের পাশাপাশি চাষিরা বাজারমূল্যও পাচ্ছেন বাম্পার। এতে করে তৃপ্তির হাসি ফুটছে জেলার প্রান্তিক চাষিদের মুখে।
জানা যায়, গতবারের ন্যায় এবারও চাষিরা পাটের বাজারমূল্য ভাল পাচ্ছেন। সেজন্য এ বছর জেলায় বেড়েছে পাটের আবাদ। জেলার শৈলকূপাসহ বিভিন্ন হাটবাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ৩০০০-৩৪০০ টাকা দরে।
শৈলকূপা বাজারে পাট বিক্রি করতে আসা মানিক চাঁদ বলেন, এ বছর পাটের দাম ভাল পাচ্ছি। গত মৌসুমেও পাটের ভাল দাম ছিল। তবে বর্তমানে খরায় পাট জাগ দেওয়ায় অনেক চাষির সমস্যা হচ্ছে।
সামাদ নামে আর চাষি বলেন, বর্তমানে পুরোদমে গ্রামে পাট কর্তন করা, সেগুলো পানিতে জাগ দেওয়া ও পেকে যাএয়া পাট ধোঁয়ার কাজ চলছে। আগাম কিছু পাট পেয়েছিলাম। হাটে বিক্রি করলাম ৩০০০ টাকা মণ দরে। এখনো কিছু পাট পানির অভাবে জাগ দিতে পারছিনা বলেও তিনি জানান।
এদিকে সপ্তাহের শনি ও মঙ্গলবার সাপ্তাহিক পাটের হাট বসে শৈলকূপার নতুন বাজারে। হাটবার ছাড়াও ব্যবসায়ীরা পাট কিনছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এখান থেকে ট্রাক ভরে পাট নিয়ে যায় বিভিন্ন এলাকায় । খুলনা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা সহ দেশের নানা জেলাতে যায় এ অঞ্চলের পাট।