পুকুরে তেলাপিয়া চাষে খাদ্য প্রয়োগ ও অন্যান্য ব্যবস্থাপনা মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। এতে করে তেলাপিয়া মাছের চাষ করে তারা সহজেই লাভবান হতে পারবেন। বর্তমানে আমাদের দেশের অনেকেই তেলাপিয়ার চাষ করছেন। এই মাছ চাষে তুলনামূলকভাবে খরচ কম ও লাভ বেশি। আজকে আমরা জানবো পুকুরে তেলাপিয়া চাষে খাদ্য প্রয়োগ ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে-
তেলাপিয়া মাছের খাদ্য প্রয়োগঃ
১। পুকুরে তেলাপিয়া মাছ মজুদ করার পরের দিন থেকে মাছের দেহের ওজনের শতকরা ৮ ভাগ থেকে শুরু করে প্রতিদিন সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক এভাবে প্রতি ১৫ দিন অন্তর ২% খাদ্য কমিয়ে দিতে হবে।
২। তেলাপিয়া চাষের পুকুরে প্রতি শতকে ট খাদ্য প্রয়োজন প্রায় ৮৪ কেজি এবং সেই খাদ্য অবশ্যই ২৫% প্রোটিন মানসম্পন্ন হতে হবে।
৩। তেলাপিয়া চাষের ২ মাস পর থেকে মাছ বিক্রয় করা পর্যন্ত মাছের ওজনের ২% খাদ্য সরবরাহ করতে হবে।
তেলাপিয়া চাষের অন্যান্য ব্যবস্থাপনাঃ
১। তেলাপিয়া চাষের পুকুরে খাদ্য প্রয়োগের পরে দেখতে হবে মাছ নিয়মিত খাবার খায় কিনা। খাদ্য ঠিকমতো না খেলে কারণ নির্ণয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। পুকুরে পোনা মজুদের পর প্রতি মাসে শতাংশ প্রতি ২৫০ গ্রাম চুন কিংবা ১৫০ গ্রাম জিওলাইট প্রয়োগ করতে হবে।
৩। তেলাপিয়া চাষের পুকুরে পোনা মজুদের এক মাস পর থেকে প্রতি ১৫ থেকে ২০ দিন পর পর ২০% থেকে ৩০% পানি পরিবর্তন করতে হবে।
৪। প্রত্যেক ৭ থেকে ১০ দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে। সেই অনুযায়ী মাছের খাবারের পরিমাণ নির্ধারণ করে দিতে হবে।