রাজধানীর খুচরা বাজারগুলোতে কমেছে আমদানিকৃত আদা ও রসুনের দাম । এছাড়াও মানভেদে গাজরের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা। আর পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।
আজ (১৩ আগস্ট) রাজধানীর মহাখালী, মিরপুর-১–এর শাহ আলী মার্কেট কাঁচা বাজার, মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার, কারওয়ান বাজার, নাখালপাড়া, শান্তিনগরের খুচরা বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়।
এসব বাজারে ঢ্যাঁড়স প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়। সবজির মধ্যে বাজারে শুধু করলা ও বেগুনের দাম একটু বেশি। করলা প্রতি কেজি ৬০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
কেজিতে অন্তত ৫০ টাকা কমে আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। রসুনের কেজিপ্রতি দামও ১৩০ টাকা। যা গত মাসের শেষে এই রসুনের দাম ছিল ১৬০ টাকা কেজি। এ ছাড়া বাজারে দেশি রসুন ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।