মাটির ঘরের কার্নিশে মাটির তৈরি হাঁড়িতে কবুতর পালনে স্বাবলম্বী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানুষরা। নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি উপার্জন হিসেবে কবুতর পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন এলাকার অনেক বাসিন্দা।
উপজেলার ইসলামপুরের আনারুল ইসলাম বলেন, শখের বসেই মাটির হাঁড়িতে কবুতর পালন শুরু করি। বর্তমানে প্রায় ৭০ জোড়া কবুতর আছে। নিজের প্রয়োজন মিটিয়ে কবুতর বিক্রি করে ভাল টাকাই আয় হয়।
মিল্লাত নামে আর এক কবুতর পালনকারী বলেন, কবুতর পালনে কোন খাবার কিনতে হয়না। বাড়ীর আশেপাশের মাঠে সরিষা, কাউন, আখরি ও খুদ খেয়ে থাকে। কবুতরের বাচ্চা বিক্রি করেই মাসে তার ৪ হাজার টাকা আয় হয় বলে জানান।
নাচোল উপজেলার হাটবাকল গ্রামের আজিম আলী বলেন, বর্তমানে বাড়ীতে প্রায় ১০০ জোড়া কবুতর আছে। প্রতি মাসে ২৫-৩০ জোড়া বাচ্চা বিক্রি করি। এক জোড়া বিক্রি হয় ২০০-২৫০ টাকা।
টিকইল এলাকার হোসেন আলী বলেন, বর্তমানে কবুতর বিক্রির টাকা দিয়েই সংসার চলছে। কবুতর পালনে তেমন কোন খরচ হয়না। বাড়ির দোতলার কার্নিশে প্রায় ১৫০টি মাটির হাঁড়ি আছে। তাতে প্রায় ৯০ জোড়া বিভিন্ন জাতের কবুতর আছে।