রাজশাহীতে পান চাষে আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। আগের বছরগুলোতে পানের দাম ঠিকমতো পাওয়ায় কৃষকদের এই আগ্রহ। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় রাজশাহীতে দিন দিন বাড়ছে পান চাষ। এবার রাজশাহীতে মোট ১৫৬১ কোটি ৯ লাখ ৫৫ হাজার টাকার পান উৎপাদন তথা বিক্রি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিধপ্তর।
পানচাষি রিয়াজ বলেন, পানকে আমরা সোনার পাতার সঙ্গে তুলনা করি। ভাল পান হলে ১০ কাঠার বরজ থেকে বছরে পান বিক্রি করে ৪ থেকে ৬ লাখ টাকা আয় করা সম্ভব। এবার আমি ৩০ কাঠা জমিতে পানবরজ করে সব মিলিয়ে ১৬ লাখ টাকা আয় করেছি।
পান ব্যবসায়ী আব্দুস সাত্তার জানান, বিভিন্ন পান বরজ থেকে পান ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় পান বিক্রি করি। এতে মাসে আমার প্রায় ৭০ হাজার টাকা লাভ হয়। তবে ভারত থেকে এলসির মাধ্যমে পান দেশে না এলে দেশের বাজারে পানের চাহিদা আরও ব্যাপক থাকত। তারপরও রাজশাহীর এই মিষ্টি পান সারা দেশ এমনকি বিদেশেও সমাদৃত।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল বলেন, পানে রয়েছে নানা ঔষধি গুণ। ফলে ঔষধ শিল্পেও পানের ব্যবহার ব্যাপক। এজন্যও পানের চাহিদা প্রচুর। অন্যান্য ফসলের তুলনায় পান চাষে কৃষকরা অধিক লাভবান হওয়ায় পানের চাষ বৃদ্ধি পাচ্ছে।