চাঁদপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার এক কৃষকের পুকুরে। এতে ঐ কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ (১৬ আগস্ট, সোমবার) সকালে পৌর এলাকার পূর্ব মকিমাবাদ ৬নং ওয়ার্ড সর্দার বাড়ির সুমন সর্দারের দুটি পুকুরে মাছ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরের মাছ ভাসা দেখে পুকুরের মালিককে খবর দেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত রোববার গভীর রাতে সুমন সর্দারের দুটি পুকুরে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এতে তার পুকুরের মাছ মরে ভেসে ওঠে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুমন সর্দার পুকুর পাড়ে গিয়ে দেখেন কাতলা, রুই, কারপুসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠেছে।
মাছ চাষি সুমন সর্দার বলেন, স্থানীয় কতিপয় দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে পুকুর দুটিতে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ রেণুর চাষের জন্য পুকুর প্রস্তুতিতে যে কাজগুলো করতে হবে
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার