খামারে ভালো মানের মুরগি পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো খামারিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। লাভজনক হওয়ার কারণে বর্তমান সময়ে অনেকেই মুরগি পালনে ঝুঁকছেন। খামারে ভালো মানের মুরগি উৎপাদন করা গেলে লাভও বেশি পাওয়া যায়। চলুন আজকে জানবো খামারে ভালো মানের মুরগি পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে-
খামারে ভালো মানের মুরগি পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণঃ
বিশুদ্ধ বাতাসঃ
খামারে বা মুরগির ঘরে বাতাস চলাচল কোনভাবেই বন্ধ করা যাবে না। অনেকেই ব্রুডিংয়ের সময় চারপাশে বন্ধ করে রাখেন এর ফলে শেডে অক্সিজেন কমে কার্বন-ডাই-অক্সাইড বেডে যায় ফলস্বরূপ খামারের বৃ্দ্ধি বাধাগ্রস্ত হয় ।
মুরগির খাদ্যঃ
খামারের মুরগিকে যত দ্রুত সম্ভব খাবার দিতে হবে। ব্রুডিংয়ের সময় কোন মতেই খাবার গ্যাপ দেয়া যাবে না। যদি গ্যাপ পড়ে তা হলে মুরগী অন্য কিছু খেতে চাইবে এবং লিটার খাবে।
পর্যাপ্ত আলোঃ
খামারে পালন করা মুরগির খাবার এবং পানি দেখা যায় এমনভাবে আলো দিতে হবে। আলো কম দিলে মুরগী কম চন্ঞল থাকবে এবং কম খাবে। কম খেলে ওজনও কম আসবে। ব্রুডিংয়ের সময় অবশ্যই ২০ লাক্স আলো দিতে হবে সবদিকে।
খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণঃ
ব্রুডিংয়ের সময় আদর্শ তাপমাত্রা অবশ্যই দিতে হবে এবং শুকনা লিটার দিতে হবে। তাপ কম বা বেশী হলে মুরগীর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।
বিশুদ্ধ পানিঃ
খামারে পালন করা মুরগিকে সব সময় জীবাণুমক্ত বিশুদ্ধ পানি দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনমতেই পানি কম না পরে।
আরও পড়ুনঃ টাঙ্গাইলে কবুতর পালনে স্বাবলম্বী রাজীব, মাসে আয়…
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার