যেসব সুবিধা নিশ্চিত করে গরুর বাসস্থান নির্মাণ করতে হবে সেই বিষয়গুলো আমাদের দেশের বেশিরভাগ খামারিরাই জানেন না। স্বাস্থ্যসম্মত উপায়ে গরু পালনের জন্য বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের এ লেখায় আমরা জানবো যেসব সুবিধা নিশ্চিত করে গরুর বাসস্থান নির্মাণ করতে হবে সেই সম্পর্কে-
যেসব সুবিধা নিশ্চিত করে গরুর বাসস্থান নির্মাণ করতে হবেঃ
১। আরামদায়ক পরিবেশে বাসের সুযোগ প্রদান নিশ্চিত করেই গরুর বাসস্থান নির্মাণ করতে হবে।
২। গরুর বাসস্থানে যাতে খোলামেলা ও প্রচুর আলো বাতাসের সুযোগ থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
৩। বাসস্থানের মাধ্যমে গরুকে যাতে বিভিন্ন প্রতিকুল অবস্থা থেকে রক্ষা করা যায় তা নিশ্চিত করতে হবে।
৪। বিভিন্ন বন্য প্রাণী এবং চোর ও দুষ্কৃতিকারীদের উপদ্রব থেকে রক্ষা করা যায়।
৫। সহজে পরিচর্যা করার সুবিধা ও যাতে সহজে খাদ্য প্রদানের সুবিধা থাকে
৬। পানি ও বিদ্যুৎ সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে।
৭। শুষ্ক ও উঁচু জায়গা হতে হবে যাতে খামার প্রাঙ্গণে পানি না জমে থাকে।
৮। খামারে কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত দ্রব্যাদি বাজারজাতকরণের জন্য যোগাযোগ সুবিধা থাকতে হবে
৯। গরুর বাসস্থানে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে।
আরও পড়ুনঃ গরু মোটাতাজাকরণের গুরুত্বপূর্ণ ধাপসমূহ
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার