যশোরের কেশবপুর বাজারে ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ তোলা হয়েছে। গতকাল বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের একটি গোলপাতা মাছ ওঠে বাজারে। একতা ফিসের আড়তে এ বিরল প্রজাতির মাছ আনা হয়। পরে এই মাছটিকে দেখতে সেখানে উৎসুক মানুষেরা ভিড় জমান।
জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছটি বিক্রির জন্য কেশবপুরের মাছ ব্যবসায়ী নফর গাজীর কাছে পাঠান।
নফর গাজী বলেন, গত মঙ্গলবার জেলেদের জালে এই গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় ছয় ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের এই মাছটি মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক মেম্বার সবেদ আলীর কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম। এমন মাছ আমাদের এখানে দেখা যায় না।
যশোরের জেলা মৎস্য অফিসার আনিছুর রহমান জানান, স্থানীয়রা এটিকে গোলপাতা মাছ নামে চেনেন। এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
আরও পড়ুনঃ পাঙ্গাস মাছের খাদ্য ব্যবস্থাপনায় যা বিবেচনায় আনতে…
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার