সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর উদ্ধার, রাত কাটে গাছে! সুন্দরবন ডেক্স: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকায় নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে উদ্ধার হয়েছে আঃ রহমান খান। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী ওয়ার্ডের মেম্বার রিয়াদুল পঞ্চায়েত জানান,
সুন্দরবনের ডুমুরিয়া বনে বিচরণরত উপজেলার বগী গ্রামের ছালাম চৌকিদারের মহিষ আনার জন্য বুধবার দুপুরে (১৮ আগষ্ট) বগী গ্রামের আঃ রহমান (৫৫)সহ ৫/৬ জন সুন্দরবনে যায়। বনে মহিষ খোঁজার এক পর্যায়ে রহমান পথ হারিয়ে বনের গহীনে চলে যায়। পরে খবর পেয়ে সন্ধ্যায় রিয়াদুল মেম্বারসহ অনেক মানুষ রাত ১০টা পর্যন্ত বনের বিভিন্ন জায়গায় খুঁজে তাকে না পেয়ে ফিরে আসেন।
বিষয়টি রহমান খানের জামাতা শাহিন ৯৯৯ নম্বরে জানায়। ৯৯৯ নম্বর থেকে শরণখোলা থানায় জানালে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে বলে থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান। বনের মধ্যে পথ হারিয়ে রহমান খান সারারাত একটি গাছে উঠে বসে থাকেন। বৃহস্পতিবার সকালে গাছ থেকে নেমে রহমান নদীর চরে হাটতে থাকে এ সময় একটি জেলে নৌকা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন বলেন, একজন লোক বুধবার মহিষ নিতে ডুমুরিয়ার বনে প্রবেশ করে হারিয়ে যায় সে আজ সকালে বাড়িতে ফিরে এসেছে বলে তিনি শুনেছেন।