সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে বেড়েছে ফার্মের মুরগি ও ডিমের দাম। এ সপ্তাহে ফার্মের মুরগির দাম বেড়েছে কেজিতে ১০-২০ পর্যন্ত। এছাড়াও ডিমের ডজনে বেড়েছে ৫ টাকা।
শুক্রবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পশ্চিম নাখালপাড়া, মহাখালী, শান্তিনগর, কাওরানবাজার, মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকা। প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা।
লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে থেকে ১০৫ থেকে ১১০ টাকায়। হাঁসের ডিমের বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
কঠোর বিধিনিষেধ শেষের পর অনেক হোটেল-রেস্তোরাঁ খুলেছে। ঈদে বাড়ি যাওয়া অনেকেই ঢাকায় ফিরেছেন। সব মিলিয়ে চাহিদা আগের চেয়ে বেড়েছে। চাহিদা বৃদ্ধির কারণেই দামও বেড়ে গেছে বলে গেছে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।