ঠাকুরগাঁওয়ে তরমুজ চাষে স্বপ্ন দেখছেন পাঁচ বন্ধু। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অসময়ে তরমুজ চাষ করেছেন পাঁচ বন্ধু। সঠিক নিয়ম মেনে পরিচর্যা করায় ও তরমুজের ফলন ভালো হওয়ায় লাভবান হবেন বলে আশা করছেন তারা। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে তরমুজ চাষ করবেন বলেও জানান তারা।
স্থানীয়রা জানান, উপজেলায় এই জাতের তরমুজ দ্বিতীয়বার চাষ করা হয়েছে। বর্তমানে শুরু হয়েছে বিপণন কার্যক্রম। এ তরমুজ বিক্রি হচ্ছে মণ প্রতি ৮০০-৯০০ টাকা পর্যন্ত। বর্তমানে বিঘা প্রতি ১৫০ মণ তরমুজ উৎপাদনের লক্ষ্য রয়েছে এই পাঁচ বন্ধুর। স্থানীয় বাজারের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে।
কৃষক পরিম উদ্দীন বলেন, ফার্মের লিজকৃত জমিতে তিনিসহ তার চার বন্ধু আসাদুল ইসলাম, আলামিন, ফারুক ইসলাম ও শাহদত ইসলাম দুই জাতের তরমুজ চাষ করেন তারা। এসব তরমুজ চাষ করে এখন প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন তারা।
উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, তাদের সফলতায় উপজেলায় এ জাতের তরমুজ চাষের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ জাতের তরমুজ মাত্র ৩০ দিনেই ফলন দিতে শুরু করে। অসময়ের হওয়ায় এই তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও কৃষক বেশ ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন।
আরও পড়ুনঃ পরিত্যক্ত জমিতে সবজি চাষে সফল কল্পনা রাণী
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার