মাছ চাষে পুকুর নির্বাচন ও প্রস্তুতিতে কি কি করা দরকার সেগুলো মৎস্য চাষিদের সঠিকভাবে জানতে হবে। পুকুরে মাছ চাষ করতে চাইলে পুকুর নির্বাচন ও প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই লেখায় আমরা জেনে নিব মাছ চাষে পুকুর নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে-
পুকুর নির্বাচনঃ
১। মাটির গুণাগুণ পুকুরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধারণত দো-আঁশ, এঁটেল দো-আঁশ ও এঁটেল মাটি পুকুরের জন্য ভালো।
২। পুকুরের গভীরতা ২-৩ মিটার রাখতে হবে।
৩। পুকুরটি খোলামেলা জায়গায় এবং বাড়ির আশপাশে হতে হবে।
৪। পুকুর পাড়ে বড় গাছ বা ঝোপ-ঝাড় থাকা যাবে না।
৫। পুকুরের আয়তন কমপক্ষে ১০ শতাংশ হতে হবে। ৩০ শতাংশ থেকে ১ একর আকারের পুকুর মাছ চাষের জন্য বেশি উপযোগী।
পুকুর প্রস্তুতিঃ
পোনা মাছ ছাড়ার আগে পুকুর তৈরি করে নিতে হবে। সাধারণত পুরনো পুকুরই তৈরি করে নেয়া হয়। পুকুর প্রস্তুতির কাজটি পর্যায়ক্রমে করতে হবে:
১ম ধাপ : জলজ আগাছা-কচুরিপানা, কলমিলতা, হেলেঞ্চা শেকড়সহ তুলে ফেলতে হবে।
২য় ধাপ : শোল, গজার, বোয়াল, টাকি রাক্ষুসে মাছ এবং অবাঞ্ছিত মাছ মলা, ঢেলা, চান্দা, পুঁটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে।
৩য় ধাপ : এরপর প্রতি শতকে ১ কেজি হারে চুন পুকুরে ছিটিয়ে দিতে হবে। পুকুরে পানি থাকলে ড্রামে বা বালতিতে গুলে ঠা-া করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে।