ছাগল পালনে রোগের প্রাদুর্ভাব কমানোর উপায় জানতে পারলে সহজেই খামারে পালন করা ছাগলকে রোগমুক্ত রাখা সম্ভব হবে। অধিক লাভ পাওয়ায় বর্তমানে অনেকেই ছাগল পালন করে থাকেন। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। তবে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা না হলে ছাগলের নানা জটিল রোগ হতে পারে। আজকের এই লেখায় আমরা জেনে নিব ছাগল পালনে রোগের প্রাদুর্ভাব কমানোর উপায় সম্পর্কে-
১। যে স্থানে ছাগল পালন করা হবে সেই স্থান ও এর আশপাশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। এতে করে ছাগলের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ও খামারে সহজেই লাভবান হওয়া যাবে।
৬। ছাগলের থাকার স্থান বা ঘরের মেঝে শুষ্ক রাখার ব্যবস্থা করতে হবে। থাকার স্থান ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকলে ছাগল সহজেই রোগে আক্রান্ত হবে।
২। খামারে বা বাড়িতে পালন করা ছাগলকে নিয়মিত সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। খাদ্য প্রদানের পাত্র যাতে পরিষ্কার থাকে সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
৩। পালন করা ছাগলকে নিয়মিত কাঁচা ঘাস বা গাছের পাতা পরিমাণমতো দিতে হবে। এতে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে ও ছাগলের রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে।
৫। ছাগলের বিষ্ঠা খামার থেকে দূরে একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে, যাতে আশপাশের পরিবেশ দূষিত না হয় সেটি বিবেচনা করতে হবে।
৪। ছাগলকে সময়মতো কৃমিনাশক ঔষধ খাওয়ানো ও বিভিন্ন রোগের টিকা প্রদান করতে হবে।
৭। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।