পুকুরে যে সময়ে চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় তা মৎস্য চাষিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। বর্তমান সময়ে অনেকেই পুকুরে মাছ চাষে ঝুঁকছেন। পুকুরে মাছ চাষে চুন প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন তাহলে আজকে জেনে নিব পুকুরে যে সময়ে চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় সেই সম্পর্কে-
পুকুরে যে সময়ে চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়ঃ
১। মাছ চাষ করা পুকুরে পানি সেচ দেওয়ার পর মাটি ভেজা থাকা অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করতে হবে।
২। মাছ চাষ করার জন্য পুকুর শুকানোর পরে পুকুর প্রস্তুত করার জন্য চাষ দিলে চাষ দেওয়ার দিনেই পুকুরে চুন প্রয়োগ করতে হবে।
৩। পুকুরে মাছ চাষ করার সময় পুকুরের অভ্যন্তরীণ বিভিন্ন প্রকার সমস্যার সমাধানে প্রত্যেক মাসে কমপক্ষে একবার চুন প্রয়োগ করা যেতে পারে। তবে পুকুরের পানির বিবেচনা করেই চুন প্রয়োগ করতে হবে।
৪। মাছ চাষ করার পুকুরে পানিপূর্ণ করার পরে সার প্রয়োগ করতে হলে সার প্রয়োগের ৬ থেকে ৭ দিন আগেই পুকুরে চুন প্রয়োগ করতে হবে।
৫। এছাড়াও নিয়মিত পুকুরের পানি পরীক্ষা করাতে হবে ও মাছের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। উক্ত পরীক্ষার পরে প্রয়োজনমতো চুন প্রয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ বন্যায় মাছ চাষিদের যেসব কাজ করা জরুরী
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার