চাঁদপুরে দিন দিন পাট চাষে আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষকরা। সোনালী আঁশ খ্যাত পাটের চাষ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন হাজীগঞ্জের চাষিরা। বৈরি আবহাওয়া ও পাটের ন্যায্য দাম না পাওয়া, সঠিক সময় মাঠে পানি না আসা, প্রয়োজনমত জনবল না পাওয়ার কারণেই পাট চাষ করতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা।
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পাট চাষ হচ্ছে খুবই কম জায়গায়। যে মাঠে পাট চাষ হচ্ছে সেখানেও পর্যাপ্ত পানি নেই। এ কারণে পাটের অনেকাংশ পানির বাইরেই থেকে গেছে।
কৃষকরা বলেন, পাটের চাষ করে খুব একটা লাভ হয় না তাই অন্য চিন্তা করছি। পাট কেটে টেনে নিয়ে আসতে যে পানির প্রয়োজন সেই পানি এখনো মাঠে আসেনি। পাট পাকানোর জন্য জাঁক দেওয়ার পানিও কোথায়ও নেই।
পাটচাষি আবুল খায়ের হাওলাদার জানান, পাটের বীজ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত যে খরচ হয় শেষে গিয়ে তার অর্ধেক টাকাও ঘরে আসে না। তাই পাট চাষ না করাই ভালো।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান জানান, পাট চাষে প্রনোদনা, সার বীজের কোন বরাদ্ধ সরকারিভাবে পাওয়া যায়নি। তাই কৃষকরা পাট চাষের আগ্রহ হারাচ্ছেন। আমরা যথাসম্ভব কৃষকদের পাট চাষের ব্যাপারে সহযোগিতা করবো।