হাতিয়ায় প্রথমবারের মতো চাষ হচ্ছে হলুদ তরমুজ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো চাষ হয়েছে হলুদ তরমুজ। তরমুজের এই নতুন ফলন দেখতে প্রতিদিন ভিড় করছেন সাধারণ মানুষ, কেউ পরিবারের জন্য কিনে নিচ্ছেন এই রসালো ফলটি। আবার কেউ শুধু ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছেন কৃষক মিস্টুর হলুদ তরমুজ চাষের এই খবর।
জানা যায়, হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী গ্রামে কৃষক মিস্টু হলুদ রঙের তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন। নিজের বাড়ির সামনে প্রায় ৫০ শতক জমিতে কৃষক মিস্টু হলুদ তরমুজের চাষ করে ভালো ফলন পেয়েছেন। উপরে হলুদ ভিতরে লাল খেতে সুস্বাদু তরমুজগুলোর বাজার চাহিদা অনেক বেশি হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তিনি।
কৃষক মিস্টু বলেন, যশোরে দেখে এসেছি হলুদ রঙের এই তরমুজ চাষ। এরপর যশোর থেকে চারা এনে চলতি মৌসুমে হাতিয়ায় প্রথম এই হলুদ তরমুজের চাষ শুরু করি। তার দেখাদেখি এখন পাশ্ববর্তী অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছেন এই তরমুজ চাষে। আগামীতে এক একর জমিতে এই তরমুজ চাষ করার ইচ্ছা আছে আমার।
উপজেলার কৃষি অফিসার জসিম উদ্দিন জানান, মিস্টু হলুদ তরমুজ চাষে এই অঞ্চলে নতুন এক সূচনা করলেন। আমরা তাকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সব ধরনের সহযোগিতা করবো। তার দেখাদেখি আরও যদি কেউ এই হলুদ তরমুজ চাষ করতে চান আমরা তাদেরকেও সহযোগিতা করবো।
আরও পড়ুনঃ চট্টগ্রামে পেয়ারা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার