মাসুম বিল্লাহ, শরনখোলা (বাগেরহাট) : সরকারী, বে-সরকারী কিংবা কোন স্বহৃদয়বান ব্যক্তির সহয়তায় বেঁচে যেতে পারে বাগেরহাটের শরনখোলার উপজেলার স্বামী পরিত্যক্তা এক অসহায় মায়ের পুত্র সন্তানের জীবন ।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের পূর্বখাদা গ্রামের বাসিন্দা অসহায় মা ও গার্মেন্টস শ্রমিক স্বামী পরিত্যক্তা মাসুদা বেগম জানান, তার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাবার পর অসহায় হয়ে পড়লে জীবন জীবিকার তাগিদে চট্টগ্রামস্থ সিইপিজেড এ এস.কে.ডি.বিডি লিমিটেড নামক পোষাক কারখানায় চাকুরী করেন।
গত সাত মাস পূর্বে তার একমাত্র ছেলে নয়ন (১৮) শারিরীক ভাবে অসুস্থ্য হলে চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন তার ছেলে দুরারোগ্য কিডনী সংক্রান্ত জটিলতায় আক্রান্ত এবং বর্তমানে সে অসুস্থ্য। বর্তমানে ছেলের অসুস্থতার কারনে সেবা ও কর্ম দুইটাই চালানো অসম্ভব।
চিকিৎসা ও ওষুধ খরচে অনেক টাকার প্রয়োজন। টাকা যোগাড় করা সহায় সম্বলহীন মায়ের পক্ষে অসম্ভব। চিকিৎসা করাতে না পারলে তার ছেলেকে বাঁচানো যাবে না। এ জন্য ছেলেকে বাঁচাতে সরকারী, বেসরকারী বা দেশের বিত্ত্ববানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।
যোগাযোগ : মাসুদা বেগম
মোবাইল নম্বর : ০১৭৮৫ ৮৩৪৫৯৯ (বিকাশ)