যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইডার তাণ্ডবে আকস্মিক বন্যায় নিউইয়র্ক শহরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে ভবনের বেসমেন্টে আটকে পড়ে রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাতাল রেল পরিষেবা।
দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আছড়ে পড়েছিল ইডা। নিউইয়র্কের আগে লুইজিয়ানা দেখেছে ইডার তাণ্ডব। ঘূর্ণিঝড়ে একটি গরুকে উদ্ধারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইডার জেরে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন লুইজিয়ানা এলাকায়। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত। এর মধ্যেই উদ্ধারকাজ চালাতে এসে উদ্ধারকর্মীরা দেখেন গাছের ওপর আটকে রয়েছে একটি গরু। দেখেই সেখানে যান উদ্ধারকর্মীরা। দুটি ডালের মধ্যে আটকেপড়া গরুটি নড়তেও পারছিল না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম দেখিয়েছে গরু উদ্ধারের সেই ভিডিও। তার পরই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। গরুটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ
সূত্রঃ যুগান্তর
জীব ও বৈচিত্র্য / আধুনিক কৃষি খামার