কোয়ারেন্টাইন বিধি ভঙ্গের জন্য আর্জেন্টিনার চার প্লেয়ারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল ব্রাজিল কর্তৃপক্ষ। এই চারজন প্লেয়ারই হচ্ছেন ইপিএলের।
কিন্তু ব্রাজিলের এই ঘোষণার পর সেখানে হস্তক্ষেপ করে ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল। তারা জানিয়ে দেয়, যদি এই চার প্লেয়ারকে না খেলতে দেয়া হয় তাহলে ব্রাজিলের তিন পয়েন্ট কেটে নেয়া হবে।
কনমেবলের হস্তক্ষেপের পর আর্জেন্টিনার এই চার প্লেয়ারকে নিয়ে আর কোন বাধা তৈরি করেনি ব্রাজিল। তারা এখন মাঠে উপস্থিত হয়েছে দলের সঙ্গেই।