বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন কুমার বিশ্বজিৎ। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এ গুণী শিল্পী সম্প্রতি বেলাল খানের সুর ও সঙ্গীতে ‘প্রেমের মন্ত্র’ শিরোনামে একটি গান রেকর্ডিং সম্পন্ন করেছেন। এটি লিখেছেন রিপন মাহমুদ। এম আর বেষ্টমিডিয়ার ব্যানারে শীঘ্রই এটির গানচিত্র প্রকাশ করা হবে বলে জানান পরিচালক জ্বী স্বাধীন।
জ্বী স্বাধীন বার্তা বাজারকে বলেন, সিলেট সুনামগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে সামনের সপ্তাহে সুটিং শুরু করবো। আশা করছি সব মিলিয়ে অসাধারণ একটি কাজ আসছে।
কুমার বিশ্বজিৎ জানান, দারুণ কথার একটি গান। সুরও ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি শ্রুতি মধুর সঙ্গীত করার। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
বার্তা বাজার/এসবি