চলতি মৌসুমে খুলনার ডুমুরিয়াতে তরমুজ ও সবজির বাম্পার ফলন হয়েছে। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় এমন ফলন পেয়েছেন কৃষকরা। বাজারে এসব সবজির ন্যায্য দাম পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন কৃষকরা। এতে কৃষকরা তাদের লোকসান পুষিয়ে আগামীতে আরও বেশি জমিতে সবজির চাষ করবেন।
স্থানীয়রা জানান, এক উপজেলার প্রত্যন্ত জনপদের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বিভিন্ন প্রকার মৌসুমি সবজির চাষের পাশাপাশি রসালো ফল তরমুজের চাষ করেছেন। সঠিক সময়ে নিয়মিত পরিচর্যা করে সবজির পাশাপাশি তরমুজেরও বাম্পার ফলন পেয়েছেন তারা। মৎস্য ঘেরের বেঁড়িতে মাচানের উপর চাষাবাদ হচ্ছে এসব সবজি ও তরমুজ। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।
কৃষক মিলন বলেন, তরমুজ ও সবজির এবার বাম্পার ফলন হয়েছে। ফলে অধিক লাভের অপেক্ষায় আছি আমরা। লাভবান হলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে সবজির চাষ করার ইচ্ছা আছে আমার।
উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন জানান, সাধারণত মৌসুমে তরমুজ চাষ করে বাজারে যে দাম পাওয়া যায় অফ-সিজনে তার তিন/চার গুণ দাম পাওয়া যায়। এক হেক্টর জমিতে তরমুজ ফলাতে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়, আর তা বাজারে বিক্রি হয় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকায়। ফলে অফ-সিজন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।
আরও পড়ুনঃ বাণিজ্যিকভাবে আতা চাষে বাদশার বাজিমাত; বিঘাপ্রতি লাভ ২ লাখ টাকা!
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার