টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে এই দল ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় দলের কোচ মিসবাহ উল হককেও সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সরিয়ে দেয়া হয়েছে ওয়াকার ইউনিসকেও।
২০১৯ সালে এই দুজন পাকিস্তানের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাদের সঙ্গে এখনো পাকিস্তানের এক বছরের চুক্তি ছিল।
যদিও জানানো হয়েছে যে, মিসবাহ নিজেই কোচের পদ থেকে সরে গেছেন এবং তিনি নিজেও সেই কথাই জানিয়েছেন। তবে তার বিদায়ী কথায় মিলছিল অভিমানের সূর।
মিসবাহ বলেন, “আমি জানি হয়তো এই সময়টা সরে যাওয়ার জন্য সঠিক নয়, তবে পাকিস্তানের পরবর্তি চ্যালেঞ্জের জন্য আমি নিজেকে সঠিক মনে করছি না। দলটিকে এগিয়ে নেয়ার জন্য নতুন কাউকে প্রয়োজন। গত ২৪ মাস আমি সত্যিই উপভোগ করেছি এবং আমি দল এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের জন্য রইল আমার শুভ কামনা।”
পাকিস্তান আপাতত অন্তবর্তিকালীন কোচ হিসেবে সাকলাইন মুসতাক এবং আব্দুল রাজ্জাককে নিয়োগ দিয়েছে।