বরগুনায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। যদিও একই মাছ সকালে বিক্রি হয়েছিল ১২০০ টাকা কেজি দরে। এদিকে সকালে দাম বেশি থাকলেও সন্ধ্যায় ইলিশের দাম কমে আসে। এমতাবস্থায় ইলিশ মাছ কিনতে বরগুনার বাজারগুলোতে ভীড় জমায় নিম্ন আয়ের মানুষরা। কম দামে ইলিশ মাছ কিনতে পেরে যারপরনাই খুশি ক্রেতারা।
গতকাল (৫ সেপ্টেম্বর) বরগুনার পৌরসভা মাছ বাজারে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ১ হাজার বা ১২০০ টাকা লাগে। সেখানে ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। তবে অসাধু ব্যবসায়ীরা পচা মাছ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন অধিকাংশ ক্রেতারা।
ইলিশ কিনতে আসা সাইদুল ইসলাম বলেন, ৩৫০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে দেখছি। মনে হচ্ছে মাছ অনেক দিন আগের। মাছ গুলো পচা মনে হচ্ছে, না কিনেই চলে যাচ্ছি।
১২০০ টাকার ইলিশ ৩৫০ টাকায় বিক্রির কারণ জানতে চাইলে মাছ ব্যবসায়ী আজহার গাজী বলেন, সকালে আমরা চড়া দামে ইলিশ কিনেছি। তাই সকালে বেশি দামে বিক্রি করেছি। সন্ধ্যার পর দাম কিছুটা কম থাকায় কুয়াকাটা থেকে বেশি পরিমাণে ইলিশ আনতে পেরেছি। এ কারণেই আমরা কম দামে বিক্রি করছি।
তিনি আরও বলেন, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের দাম একটু বেশি; তাই কুয়াকাটা থেকে কম দামে ইলিশ কিনে বরগুনার বিভিন্ন ছোট বাজারে মাইকিং করে বিক্রি করছি।
এ প্রসঙ্গে বরগুনা জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের পরিচালক বলেন, এ মাসের শুরুর দিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে। তাই দামও কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম। পচা ও ভেজাল ইলিশ বাজারে ঢুকছে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
আরও পড়ুনঃ রংপুরে এনএটিপি প্রকল্পের মৎস্য চাষে সফল জিয়া…
সূত্রঃ জাগো নিউজ