বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপের ম্যাচে জর্জিয়াকে হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখলো স্পেন। গতরাতের ম্যাচে জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন।
গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে গতরাতে জর্জিয়ার বিপক্ষে স্পেনের এই বড় জয়ে একটি করে গোল করেন জোসে গায়া, কার্লোস সোলার, ফেরান তোরেস এবং পাবলো সারাবিয়া।
গ্রুপে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল স্পেন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সুইডেন।
অন্যদিকে আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে জোড়া গোল করেন জেসে লিনেগার্ড। একটি করে গোল করেন হ্যারি কেইন এবং সাকা।