আর্জেন্টিনার চার প্লেয়ারের কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটিই বাতিল হয়ে যায়। গতরাতে হওয়ার কথা ছিল এই হাইভোল্টেজ ম্যাচটি।
নিয়ম অনুযায়ী যুক্তরাজ্য থেকে কেউ ব্রাজিলে প্রবেশ করলে অবশ্যই তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হয়। কিন্তু আর্জেন্টিনার ওই চার প্লেয়ার ইমিগ্রেশনের সময় ভুল তথ্য দেয় এবং কোয়ারেন্টাইন ছাড়াই মাঠে নামে।
তারই জের ধরে ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪ মিনিট পরই খেলা বাতিল হয়ে যায়। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি বলছেন, বিষয়টি অন্যরকমও হতে পারত।
দেশীয় একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যারা এই ম্যাচটি টিভিতে দেখতে চেয়েছিল তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অ্যানভিসার প্রতি সমস্ত সম্মান রেখেই বলছি, তারা বিষয়টি অন্যরকম ভাবে সমাধাণ করতে পারত। সেটা হতে পারত ম্যাচের আগে, ম্যাচ শুরুর জন্য অপেক্ষা না করলেও পারত।”