ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের গতকালের ম্যাচটি শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের হস্তক্ষেপের মুখে বন্ধ হয়ে যায়। জানা যায়, আর্জেন্টিনার ইউরোপ ফেরত ৪ জন খেলোয়াড় ১৪ দিনের কোয়ারেন্টিন না মানায় এমনটা করতে বাধ্য হয়েছে ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও খেলা শুরুর ৩ দিন আগে থেকেই উক্ত খেলোয়াড়রা ব্রাজিলে অবস্থান করলেও এ বিষয়ে একদমই বোধদয় হয়নি ব্রাজিলের মন্ত্রণালয়টির।
করোনা সচেতনতায় ব্রাজিলের এমন দায়িত্বশীলতার পরিচয়ে মুগ্ধ হয়েছে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রণালয়। মুগ্ধতার রেশ কাটার আগেই ব্রাজিলের মন্ত্রণালয়টিকে সংবর্ধনা দিতে চায় বাংলাদেশ।
সূত্রটি মারফত বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এতদিন ভাবতাম করোনা নিয়ে আমরাই সবচেয়ে বেশি সিরিয়াস। কিন্তু ব্রাজিল আমাদের ধারণা পালটে দিয়েছে। আমাদের সেট করা স্ট্যান্ডার্ডকে ভেঙ্গে দিয়ে ওনারা দেখিয়েছে, এত তাড়াহুড়োর কিছু নেই। শেষ মুহূর্ত শেষ হয়ে গেলেও অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এজন্যই আমরা তাদেরকে সংবর্ধনা দিতে চাই। পাশাপাশি ব্রাজিলের সাথে একত্রে কাজ করে করোনা মোকাবিলার জন্য বিশ্ববাসীকে একটি যৌথ মডেল উপহার দিতে চাই।’
এ সময়ে অন্য কর্মকর্তা বলেন, ‘ব্রাজিল এই কাজটা আরো আগেই করা উচিত ছিলো। হুদাই আমরা আমাদের কিছু কাজে কত তাড়াহুড়ো করে ফেলছি, কত চিন্তায় ছিলাম। ব্রাজিল আরো আগে এই মডেল দেখালে আরো একটু আরাম করা যেত।‘
বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সাথে যোগাযোগ করি আমরা। একটি ফেইক আইডিতে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আরেহ মিয়া, আমি আছি করোনা নিয়া ব্যস্ত! এইসব খেলা টেলা নিয়া পড়ে থাকার টাইম আছে!’
এরপর সংবর্ধনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি ঠিক জানি না, জেনে তারপর জানাচ্ছি।’