আউশের বাম্পার ফলনে খুশি বরগুনার কৃষকরা। প্রত্যেক বছর আউশ ধান চাষে কৃষকদের লোকসান হলেও এবারের মৌসুমে আউশ ধানের ফলন ভালো হওয়ায় কাটার আগেই লাভের আশা করছেন বরগুনার স্থানীয় কৃষকরা। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে আউশ ধানের চাষ করবেন বলেও জানান চাষিরা।
জানা যায়, জেলা সদরের বদরখালী, ফুলঝুড়ি, মাইঠা, কুমড়াখালী, গীলাতলী, বুড়িরচর, গলাচীপা এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা উন্নত জাতের (ব্রি. ধান-৪৮,২৩,৮৭) আউশ ধান চাষ করে অন্যান্য বছরের তুলনায় বেশি ফলন পেয়েছেন। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
কৃষক আবু সালেহ বলেন, বিগত কয়েক বছর ধরে আউশ ধান চাষ করে লোকসান করছেন কৃষকরা। তবে এবারের মৌসুমে আউশ ধানে ভরে গেছে ক্ষেত। এ জাতের ধানে সেচের পানিতে খরচ কম। রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণও কম।
স্থানীয় কৃষকরা জানান, এবারের মৌসুমে আউশের ফলন বেশ ভালো হয়েছে। ভাদ্র মাসের শেষের দিকে আউশ ধান কাটা শুরু হয়। আবহাওয়া অনেকটা ভালো।এই বছর সরকার কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও বীজ, সার দিয়ে চাষিদের উৎসাহিত ও সহযোগিতা করেছে। এতে বাম্পার ফলন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রশীদ বলেন, বিগত কয়েক বছর চেষ্টা করেছি আউশের বাম্পার ফলনের জন্য। তবে আমরা ব্যর্থ হয়েছি বার বার। কৃষকদের কেউ কেউ আউশ চাষে অনীহা প্রকাশ করেছেন। তবে যেসব কৃষক হাল ছাড়েননি তারাই ভালো ফলন পেয়েছেন।