সাব্বির ফকির, খুলনাঃ খুলনার রূপসা থানাধীন বাগমারার মডার্ন সী ফুড কোম্পানী থেকে তিনশ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি ও সাড়ে তিনশ’ কেজি ফ্রেশ চিংড়িসহ ৬ জন ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের ১৫দিনের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
কোস্টগার্ড সুত্রে জানা গেছে, রূপসার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা ও এফআইকিউসি খুলনার উপস্থিতিতে আটককৃত ৬ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫দিনের জেল, জব্দকৃত ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ৩৫০ কেজি ফ্রেশ চিংড়ি নিলামের মাধ্যমে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়।
আরও পড়ুনঃ চৌবাচ্চায় তেলাপিয়া মাছের যত্ন ও চাষাবাদ পদ্ধতি
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার