বাগেরহাটের রামপালে ভুল চিকিৎসায় মারা গেল ১৭টি ছাগল। ঘটনাটি ঘটেছে উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের শেখ মাসুদ রানার একটি ছাগলের খামারে। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজনের ভুল চিকিৎসায় ছাগলগুলো মারা গেছে বলে অভিযোগ তুলেছেন খামারি মাসুদ রানা। ইতোমধ্যে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহিদু্র রহমানের বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খামারি মাসুদ রানা নিজ বাড়িতে একটি ছাগলের খামার গড়ে তোলেন। পশু পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ নিতে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজনের কাছে যান। পরবর্তীতে ডা. মমতাজুল ভুক্তভোগীর খামার পরিদর্শন ও পর্যবেক্ষণ পুর্বক ছাগলগুলোকে ভ্যাকসিন (কৃমি ও লিভার) দেয়ার পরামর্শ দেন। এরইপ্রেক্ষিতে ভ্যাকসিন দিতে অভিযুক্ত কর্মকর্তা প্রাণিসম্পদ দপ্তর’র পেড়িখালী ইউনিয়নের দায়িত্বরত প্রতিনিধি আলাউদ্দিন শেখকে পাঠান।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ছাগলগুলোকে ভ্যাকসিন পুশ করা হলে ওই দিন সকাল ৯টার পর থেকে ছাগলগুলো অসুস্থ হয়ে খিচুনি ও লাফালাফি করে নিস্তেজ হয়ে মরতে শুরু করে । প্রথম দফায় ৫টি ছাগল মারা যাওয়ার পর খামারী মাসুদ আবারো ডা. মমতাজুলকে খবর দিলে তিনি এসে বাকি অসুস্থ ছাগলের মধ্যে দুইটির অবস্থা খারাপ দেখে সেগুলোকে জবাই দিতে বলেন। পরবর্তীতে একে একে ১৭টি ছাগুল মারা যায়।
এ বিষয়ে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। চামড়ায় পুশ করতে বলেছি, মাংসে নয়। তারপরও বিষয়টি দেখতে হবে কেন এমন হলো। ওষুধে সমস্যা নাকি পুশে সমস্যা, নাকি ছাগলের অন্য কোন রোগ ছিল তা পরীক্ষা ছাড়া তো বলা সম্ভব না। এছাড়াও ভ্যাকসিনের মেয়াদ ঠিক ছিল কিনা এবং কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়।
এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহিদুর রহমান জানান, ১৭টি ছাগল মারা যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এ নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজনের মাধ্যমে খামারির ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম ও লালমনিরহাটে কমেছে গরু-ছাগলের দাম, হতাশ…
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার