বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হঠাৎ হঠাৎ ফোনের নেটওয়ার্ক গায়েব! এই সমস্যায় অনেকেই পড়েন। ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা হলে টেলিকম অপারেটদের ঘাড়ে দোষ চাপিয়ে দেই। কিন্তু, তার সমাধান যে ফোনের ভিতরেই লুকিয়ে রয়েছে, তা কি আমরা জানি? জেনে নিন ফোনে নেটওয়ার্ক না পেলে করণীয়।ৎ
১. প্রথমেই স্মার্টফোন বন্ধ করুন
সিম কার্ড পরিষ্কার করার আগে প্রথমেই নিজের স্মার্টফোন সুইচ অফ করুন। তার জন্য পাওয়ার বাটন প্রেস করে অন্তত ১০ সেকেন্ড হোল্ড করুন। ফোন বন্ধ করার সঙ্গেই ফোনের সঙ্গে চার্জার কানেক্ট থাকলে, তাও খুলে ফেলুন।
২. স্মার্টফোনের ভিতরে সিম কার্ড খুঁজে বার করুন
সাধারণত ফোনের বাঁ দিকে একটি ট্রের মধ্যে সিম কার্ড থাকে। একটি পিন ব্যবহার করে এই ট্রে ফোন থেকে বাইরে নিয়ে আসা যায়।
অনেক সময় ফোনের ব্যাটারির নিচে সিম কার্ড থাকে । সে ক্ষেত্রে ফোনের ব্যাক কভার ওপেন করে, ব্যাটারি খুললেই, সিম কার্ড দেখতে পাবেন।
৩.. সিম কার্ড ট্রে খুলে সিম বাইরে আনুন
সিম কার্ড ট্রের পাশে একটি ছোট ছিদ্র দেখতে পাবেন। এই ছিদ্রের মধ্যে সিম ইজেক্টর পিন ব্যবহার করে ঠেললেই, সিম ট্রে ফোনের বাইরে চলে আসবে। এর পরে সেই ট্রে টেনে বাইরে নিয়ে এলে, তার মধ্যে সিম কার্ড দেখতে পাবেন।
৪.. সিম কার্ড পরিষ্কার করার যে কোনও একটি পদ্ধতি অনুসরণ করুন
সিম কার্ড ফোন থেকে বেরিয়ে এলে তা পরিষ্কার করতে হবে। এই প্রতিবেদনে সিম কার্ড পরিষ্কারের মোট ছয়টি উপায় জানানো হয়েছে। ব্যাটারির নিচে সিম স্লট থাকলে গোল্ডেন কানেক্টরগুলোকে ভালো করে পরিষ্কার করুন।
রাবিং অ্যালকোহল – একটি কাপড়ে ৯০-৯৯% ঘনত্বের রাবিং অ্যালকোহল নিয়ে তার সাহায্যে সিম কার্ড পরিষ্কার করুন। প্রথমে কাপড়টি অ্যালকোহলে সামান্য ভিজয়ে নিন। চপচপে করে ভেজাবেন না।
গোল্ড গার্ড পেন – এই পেন ব্যবহার করে অনেক ধরনের ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করা যায়। সিম কার্ড পরিষ্কার করতেও ব্যবহার করা যেতে পারে গোল্ড গার্ড পেন।
ইলেকট্রনিক্স ক্লিনিং স্প্রে – সিম কার্ড পরিষ্কার করার জন্য ইলেকট্রনিক্স ক্লিনিং স্প্রে ব্যবহার করতে পারেন। এই স্প্রে ব্যবহার করে পরিষ্কারের জন্য তা শোকানোর জন্য অপেক্ষা করুন।