আব্দুল মজিদ, মৌলভীবাজারঃ মানসম্পন্ন বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বীজ উৎপাদনকারী এসএমই কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে জেলা বীজ প্রত্যায়ন অফিস এর আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা উপ-পরিচালকের কার্যালয় প্রশিক্ষণ হলরুমে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী’র পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী,মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, সিলেট আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন,মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
প্রধান অতিথি কৃষিবিদ আব্দুর রাজ্জাক বলেন দেশে বীজের চাহিদা পুরনে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুনগত ও মানসম্পন্ন বীজের উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে বীজের উৎপাদন বাড়াতে হবে। এতে কৃষকরা লাভবান হবেন।