সিলেটে লক্ষ্যমাত্রা ছাড়াবে রোপা আমনের চাষ। সিলেটে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে ৯৫ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তাই এবার ভালো ফলনের সম্ভাবনাও রয়েছে।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সিলেটের চার জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ৪ লাখ হেক্টর নির্ধারণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ৩ লাখ ৭৩ হাজার হেক্টর জমি আবাদ হয়েছে।
সূত্র আরও জানায়, সিলেটের চার জেলায় ২০ হাজার ৯৬৪ হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রা ছিল। তবে, সময়মতো বৃষ্টি ও বন্যামুক্ত হওয়ায় ২২ হাজার ৪২৪ হেক্টর জমিতে কৃষকরা বীজতলা তৈরি করতে সক্ষম হয়েছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। বীজতলা তৈরিতে সিলেট জেলা এগিয়ে। ৭ হাজার ৫৬৩ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও বীজতলা হয়েছে ৮ হাজার ৩১৯ হেক্টরে। অগ্রগতি ১০ শতাংশ বেশি।
কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র বলেন, এবার অনুকূল আবহাওয়ার কারণে সিলেট বিভাগে আউশের ফলন ভালো হয়েছে। এতে কৃষকরা আরও উৎসাহিত হয়েছেন। রোপা আমন চাষিরা দ্বিগুণ উৎসাহে এখন মাঠে নেমেছেন। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ হবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।
সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশা দেখছেন তারা। উফশী জাতের ২ দশমিক ৭৪ এবং স্থানীয় জাতের ১ দশমিক ৩৭ গড় ফলনে বিভাগে ১০ লাখ ১৮ হাজার ৪৭৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। চাষ বেশি হলে উৎপাদনের পরিসংখ্যানও বাড়বে বলে জানান তিনি।