যথাসময়ে ছাগী গর্ভবতী না হলে যা করতে হবে সে বিষয়ে আমাদের অনেকেরই তেমন কোন ধারণা নেই। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে ছাগল পালন করা হয়ে থাকে। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য বাচ্চা উৎপাদনের কোন বিকল্প নেই। সেজন্য ছাগলকে গর্ভবতী হওয়া জরুরী। আসুন তাহলে আজকে জেনে নেই যথাসময়ে ছাগী গর্ভবতী না হলে যা করতে সেই বিষয়ে-
ছাগীকে যথাসময়ে গর্ভধারণ করানোর জন্য যেসব কাজ করতে হবে তা নিয়ে নিচে বিস্তারিত দেওয়া হল-
১। পালন করা ছাগীকে সঠিক সময়ে গর্ভধারণ করানোর জন্য সবসময় বেধে না রেখে মাঝে মাঝে ছেড়ে দিতে হবে বা উন্মুক্তভাবে চলাফেরা করার সুযোগ করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবেও যাতে কোনভাবেই ছাগলের গায়ে বাতাস ও রোদের তাপ পড়ে। আর ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করলে প্রজনন ক্ষমতা অনেকগুণে বেড়ে যায়।
২। যে ছাগীকে গর্ভধারণ করাতে হবে সেই ছাগীকে পাঁঠার কাছাকাছি থাকায় ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও ছাগীকে পাঁঠার সাথে মেলামেশা করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
৩। পালন করা ছাগীকে সময়মতো গর্ভবতী করানোর জন্য ছাগীকে নিয়মিত সুষম খাদ্য প্রদান করতে হবে। এছাড়াও ছাগলের খাদ্যে পুষ্টির পরিমাণ ঠিক রাখতে হবে।
৪। ছাগীর কোন রোগ থেকে থাকলে সেই রোগের সঠিক সময়ে চিকিৎসা করাতে হবে। ঠিকমতো ছাগীর রোগের চিকিৎসা করাতে না পারলে ছাগী সঠিক সময়ে গর্ভবতী নাও হতে পারে।
৫। সঠিকভাবে সকল নিয়ম অনুযায়ী ছাগীকে পালন করা হলে ছাগী সময়মতো গর্ভবতী হবে। যদি সঠিক সময়ে গর্ভবতী না হয় তাহলে চিকিৎসকের ব্যবস্থা গ্রহণ করতে হবে।