পদ্মায় ধরা পড়ল ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াতে এক কাতলা মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকা। মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম। মাছটি পদ্মা নদীতে ধরা পড়েছে বলে জানা গেছে।
জানা যায়, আজ( শনিবার, ১৮ সেপ্টেম্বর) ভোর রাতে জেলে গুরুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলে গুরুদেব হালদার সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে মৎস আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মলিক চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে কিনে নেন। মাছটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার কাতলা মাছের অনেক চাহিদা। তাই আমি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। মাছটি বিক্রির জন্য এখন ফোনে ঢাকার বড় বড় ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছি।