ফেনীতে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। অন্যান্য ফলের তুলনায় মাল্টা চাষে অধিক ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন এ জেলার কৃষকরা মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। এর প্রধান কারণ এ অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী। তাই দিন দিন মাল্টার চাষ বেড়েই চলেছে।
জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ জেলায় ২০১৮ সাল থেকে বাণিজ্যিক ভাবে চাষ শুরু হয়েছে। জেলার সমুদ্র উপকূলীয় সোনাগাজী উপজেলার বিস্তৃর্ণ এলাকায় চলতি বছর মাল্টার চাষ হয়েছে। এছাড়া ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়ও মাল্টার চাষ হচ্ছে। আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় দিন দিন ফলনও ভাল হচ্ছে।
মাল্টা চাষি মোশাররফ হোসেন বলেন, ২০ বছর প্রবাস জীবন শেষে ২০১৮ সালের জানুয়ারি মাসে দেশে ফিরে আসি। দেশে বেকার থাকা অবস্থায় ইউটিউবে উত্তরাঞ্চলের একজন সফল মাল্টা চাষির বেড়ে ওঠার সংবাদ দেখে তিনি উৎসাহিত হই। এরপর মাল্টা চাষের সফলতার কয়েকটি ভিডিও দেখে এলাকায় মাল্টা চাষ শুরু করি। এ বছর তার বাগান থেকে প্রতি কেজি ১০০ টাকা দরে প্রায় দুই হাজার কেজি মাল্টা বিক্রি হয়েছে। এই বাগানে আরও প্রায় ৮০০-১০০০ কেজি মাল্টা বিক্রি করা যাবে।
সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার জানান, উপজেলা সদর থেকে অনেক দুরে ও নদীর ওপারে হওয়ায় যাতায়তে সমস্যা হয়। এ জন্য নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃষি বিভাগ মোশারফকে মাল্টা চাষে সর্বাত্মক সহযোগীতা করছেন। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এখানে উৎপাদিত মাল্টার স্বাদ মিষ্টি।