নরসিংদীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদ আখ। লাভজনক হওয়ায় নরসিংদীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে হলুদ আখ। সম্প্রতি কৃষি বিভাগের দেওয়া উন্নত জাতের চারা রোপনের ফলে চলতি মৌসুমেই আখ চাষে বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফলের চেয়ে খরচ এবং শ্রম তূলনামূলক কম হওয়ায় চাষিদের আগ্রহ বাড়ছে হলুদ আখ চাষে। সবকিছু ঠিক থাকলে এই জাতের আখ বিক্রি করে লাভবান হতে পারবেন বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
আখ চাষিরা বলছেন, জমিতে ধান বা পাটের চেয়ে আখ চাষ করে আমরা সহজেই লাভবান হতে পারি। বাজারে আখের চাহিদা অনেক বেশি। এখানে ব্যাপারীরা এসে জমি থেকে আখ নিয়ে যায়, কষ্ট করে বাজারে নিয়ে যেতে হয় না। তাই আখের চাষে খুব একটা ঝামেলায় পড়তে হয় না। আকার ভেদে প্রতিটি আখ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-১২০ টাকা পর্যন্ত।
আখ বিক্রেতারা জানান, চলতি মৌসুমে আমরা ৪-৫ লাখ টাকার ক্ষেত ক্রয় করেছি। বাজারে আখের দামও বেশ ভালো আছে, বিক্রিও ভালো হচ্ছে। এতে আমাদের আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ব্যবসাও হয়। এবারও আখ বিক্রি করে লাভবান হতে পারবো বলে আশা করছি।
জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মাহাবুবুর রশিদ বলেন, আখ চাষ এখন বেশ লাভজনক। জেলায় আখের চাষ বাড়ানোর জন্য নতুন নতুন যে চাষ উদ্ভাবন হচ্ছে, তা আমরা এই এলাকায় বিস্তার ঘটানোর চেষ্টা করছি। এক বিঘা জমিতে আখ চাষ করে কৃষকরা ৬০ থেকে ৭০ হাজার টাকা এমনকি এক লাখ টাকাও লাভ করতে পারেন। তাই নরসিংদীতে দিন দিন আখের চাষ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ পেঁপের নতুন দু’টি জাত উদ্ভাবন, হেক্টরপ্রতি ফলন ৭০ টন
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার