খামারে কোয়েল পালনে যেসব ব্যবস্থা থাকা দরকার তা আমাদের দেশের বেশিরভাগ খামারিরাই জানেন না। আমাদের দেশে অনেকেই শখের বশে আবার অনেকেই বাণিজ্যিকভাবে কোয়েল পালন করে থাকেন। যে কেউ চাইলেই তাদের বাড়িতে স্বল্প পরিসরে কোয়েলের খামার দিতে পারেন। তবে এই খামারে বেশ কিছু ব্যবস্থাপনা থাকতে হবে। চলুন আজ জেনে নিব খামারে কোয়েল পালনে যেসব ব্যবস্থা থাকা দরকার সেই সম্পর্কে-
খামারে কোয়েল পালনে যেসব ব্যবস্থা থাকা দরকারঃ
১। অবশ্যই খামারের চারিদিকে খোলামেলা রাখতে হবে যেন আলো ও বাতাস চলাচল করতে পারে।
২। কোয়েলের খামারটি অবশ্যই পূর্ব-পশ্চিম বরাবর লম্বা হতে হবে।
৩। পর্যাপ্ত খাবার ও পানির পাত্র থাকতে হবে।
৪। খামারটি প্রস্থে ১৫ ফুটের বেশি হওয়া উচিত নয়।তবে লম্বায় পূর্ব-পশ্চিম বরাবর যত খুশি বড় করা যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন সর্বোচ্চ ২০ ফুট পরে পরে বেড়া দিয়ে খোপ খোপ করে দুই বা ততোধিক রুমে ভাগ করে নিতে হবে।
৫। খামার টি এমন জায়গায় করতে হবে যেন সূর্যের আলো খামারে প্রবেশ করতে পারে।
৬। খামারে যেন ইঁদুর বিড়াল ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
৭। খামারের চারিদিকে পর্দা লাগানোর সিস্টেম থাকতে হবে। তবে পর্দার সিস্টেম এমন হতে হবে যেন-পর্দা দেয়ালের নিচ থেকে খামারের ভেতর থেকে রশি দিয়ে টেনে টেনে উপরের দিকে তোলা যায়।
৮। অতিরিক্ত গরমে ফ্যান ও শীতে তাপ দেয়ার ব্যবস্থা থাকতে হবে।
আরও পড়ুনঃ উৎপাদনশীল মুরগির খামারে পরিবেশ কেমন হওয়া উচিত
সুত্রঃ APL
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার