কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থনীতি বিভাগের আয়োজনে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ সম্মেলনকক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১১ টায় ‘Honour Board Opening Ceremony’ শিরোমনি শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষি অর্থনীতি বিভাগের লেকচারার নাজনীন ইসলাম নিশাত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ডঃ সাইদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ এরশাদুল হক। কৃষি অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ডঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম. মুস্তাফিজুর রহমান, সাবেক ভাইস চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এমিরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সাবেক ভাইস চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি মানপত্র পাঠ করেন কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ নাহিদ সাত্তার এবং সহযোগী প্রফেসর ড. মাহমুদা নাসরীন । অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।