মরে গিয়েও গিনেস রেকর্ড গড়ল ছোট্ট গরু রানী। আশুলিয়ার শিকড় অ্যাগ্রোর রানী সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেয়েছে। সোমবার রাতে (২৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মালিক আবু সুফিয়ান এই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে ই-মেইলের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, গিনেস বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপর গত ১৯ আগস্ট বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা যায় বলে নিশ্চিত করেন সাভার উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব।
শিকড় অ্যাগ্রোর মালিক বলেন, গিনেস কর্তৃপক্ষের কাছে আমরা রানীর পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। তারা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কি না? কিন্তু এ ধরনের কোন কিছু তারা রিপোর্টে পায়নি। তাই তারা রানীকে বিশ্বের ছোট্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও বলেন, রানী আমাদের সবার অনেক আদরের ছিল। প্রাণি হলেও রানীকে আমরা পরিবারের একজন করে নিয়েছিলাম। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডে যখন রানীর নাম উঠতে আর কিছু দিন বাকি তখন আমরা ওকে হারিয়েছি। রানীর মৃত্যু কোনভাবেই ওই সময় মেনে নিতে পারিনি আমরা। তবে অবশেষে গিনেস বুক কর্তৃপক্ষ রানীকে বিশ্বের সব চাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন। রানী বেঁচে থাকলে আজকের দিনটি অনেক আনন্দময় হতো।
উল্লেখ্য, ছোট্ট গরু রাণীর বয়স হয়েছিল দুই বছর। বক্সার ভুট্টি জাতের দুই দাঁতের খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। গিনেস বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবেচেয়ে ছোট গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ঐ গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ২৬ কেজি।
আরও পড়ুনঃ পদ্মায় ধরা পড়ল ৩৭ কেজি ওজনের বাগাড় মাছ
জীব ও বৈচিত্র্য / আধুনিক কৃষি খামার