মুরগির খামারে যেসব ব্যবস্থা রাখা অতীব জরুরী সেগুলো খামারিরা অনেকেই জানেন না। বর্তমান সময়ে আমাদের দেশে মুরগি পালনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারে মুরগি পালনের সময় প্রয়োজনীয় বেশ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। আসুন তাহলে আজ জানবো মুরগির খামারে যেসব ব্যবস্থা রাখা অতীব জরুরী সেই সম্পর্কে-
মুরগির খামারে যেসব ব্যবস্থা রাখা অতীব জরুরীঃ
১। মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খামারের চারদিকে খোলামেলা পরিবেশ হতে হবে। খামারে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে না পারলে মুরগিতে বিভিন্ন রোগ-জীবাণু আক্রমণ হতে পারে। যা খামারের জন্য বেশ ক্ষতিকর।
২। মুরগির খামারটি যে জায়গায় স্থাপন করতে হবে সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে খামারে মুরগি পালন সহজতর হবে এবং নানা জটিলতা কাটিয়ে ওঠা যায়।
৩। মুরগির খামারে যাতায়াতের সুবিধা হয় এমন স্থানে খামার স্থাপন করতে হবে। এতে মুরগির খাদ্য পরিবহণ ও মুরগি বাজারজাত করা সুবিধাজনক হবে। এছাড়াও খামারে কোন সমস্যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৪। মুরগির খামারটি অবশ্যই উঁচু স্থানে হতে হবে। তা না হলে বন্যার পানি উঠে খামারের মুরগি মারাও যেতে পারে। এছাড়াও খামার স্যাঁতস্যাঁতে কিংবা খামারে বিভিন্ন ধরণের রোগ দেখা দিতে পারে।
৫। মুরগির খামারে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। খামারে বিশুদ্ধ পানি না থাকলে মুরগিগুলো অসুস্থ হতে পারে। সেজন্য মুরগির খামারে লাভবান হওয়ার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে।
আরও পড়ুনঃ ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার