টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ সময় সোমবার রাত ৯.৪৫ থেকেই ফেইসবুক ডাউন। বিশ্বজুড়েই ফেইসবুকে কেউ লগইন করতে পারছেন না এই সময়ের পর থেকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর মতে, কারিগরি ক্রুটিজনিত কারণে ফেইসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। এ কারণে ফেইসবুকের মালিকানাধীন জনপ্রিয় বার্তা বিনিয়ময় সেবা হোয়াটসঅ্যাপ ও ছবি শেয়ারিং সেবা ইনস্টাগ্রামও কার্যত অচল হয়ে পড়েছে সাময়িকভাবে।
এছাড়া ফেইসবুক সংশ্লিষ্ট ম্যাসেঞ্জার ও অন্যান্য সেবাও আপাতত বন্ধ আছে।
ফেইসবুকে ব্যবহারকারীরা লগইন করার সময় ‘এরর মেসেজ’ দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করছেন টুইটারসহ অন্যান্য মাধ্যমে। এছাড়া সংশ্লিষ্ট অ্যাপগুলো থেকেও তারা বার্তা পাঠাতে পারছেন না।
তবে শিগগিরই সব ঠিক হয়ে যাবে বলে জানা গেছে।
টিআর/অক্টোবর ৪/২২৪০