কুষ্টিয়ার বাজারে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আর বাজারে এমন অস্বাভাবিক দাম বৃৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে ব্রয়লার মুরগির কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। সোনালী মুরগি গত সপ্তাহে ২৫০ টাকা কেজি বিক্রি হলেও কয়েক দফায় বেড়ে এখন সেটি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহে লেয়ার মুরগির দাম ছিল ২২০ টাকা কেজি।
মুরগি বিক্রেতা রকিব বলেন, বাজারে সব ধরনের মুরগির খাবারে দাম বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। একইসাথে বাচ্চার দামও বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাজারে মুরগির দাম বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা জাকির জানান, মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারে তদারকির অভাবে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সব ধরনের মুরগির দামই বেড়েছে।
ব্যবসায়ী মতিয়ার বলেন, দেশে লকডাউন উঠে যাওয়ায় সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় মুরগির বিক্রি ও দাম বেড়েছে। ফলে এর চাহিদাও দ্বিগুণ হয়েছে। এতে বাজারে মুরগির দামে প্রভাব পড়েছে।
আরও পড়ুনঃ মুরগির খামারে যে সুবিধাগুলো নিশ্চিত করতে হবে
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার