পোলট্রি খামারে মহামারী রোধে পদক্ষেপসমূহ কি কি রয়েছে সেগুলো খামারিদের ভালোভাবেই জেনে রাখতে হবে। আমাদের দেশের খামারিদের জেনে রাখা দরকার। বর্তমান সময়ে আমাদের দেশে ব্যাপকহারে মুরগি পালন করা হচ্ছে। বিভিন্ন কারণে মুরগির খামারে মড়ক দেখা দিতে পারে। আসুন তাহলে আজকে জানবো পোলট্রি খামারে মহামারী রোধে পদক্ষেপসমূহ সম্পর্কে-
পোলট্রি খামারে মহামারী রোধে পদক্ষেপসমূহঃ
১। মুরগির খামারে সঠিকভাবে এলাকার উপযোগী ভ্যাকসিনেশন শিডিউল মেনে চলতে হবে। হঠাৎ অনেক বেশী মড়ক দেখা দিলে অতিদ্রুত পার্শ্ববর্তী ল্যাবে পরীক্ষা করানো।
২। মুরগির খামারকে হঠাৎ মড়ক থেকে রক্ষা করার জন্য সবার আগে গুরুত্ব প্রদান করতে হবে বায়োসিকিউরিটির দিকে। কারণ খামারের বায়োসিকিউরিটি ঠিক না থাকলে যেকোন সময় মড়ক দেখা দিতে পারে।
৩। খামারের কোন মুরগি হঠাৎ অসুস্থ হলে সব ধরণের ঔষধ বন্ধ করে পরিস্কার পানি দিতে হবে এবং দ্রুত ডাক্তারের শরনাপন্ন হয়ে চিকিৎসা দিতে হবে।
৪। মুরগির খামারে নিয়মিত ভিন্ন ভিন্ন জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে ফার্মের চারপাশে। এতে রোগ-জীবাণু নষ্ট হয়ে যাবে ও মুরগি রোগের হাত থেকে রক্ষা পাবে।
৫। মুরগির খামারে রাতের বেলা কোনভাবেই যাতে পানির গ্যাপ না পড়ে তার দিকে খেয়াল রাখতে হবে। যদি গ্যাপ পড়ে যায় এবং পাত্র খালি হয়ে যায় তা হলে পরের বার পানি দেওয়ায় ক্ষেত্রে অবশ্যই পানির পাত্র বাড়িয়ে দিতে হবে।
৬। মুরগির ব্রুডিংয়ের সময় অবস্থা বুঝে তাপ দিতে হবে। যেমন বাচ্চা ব্রুডারের নিচে গাদাগাদি করলে তাপ বাড়িয়ে দেয়া।
আরও পড়ুনঃ বেড়েছে ব্রয়লার মুরগির দাম, চড়া সবজির বাজার
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার