ছাগলের ঘর পরিষ্কার ও পালন ব্যবস্থাপনায় করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো আমাদের দেশের অনেক ছাগল পালনকারীরাই জানেন না। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য ছাগলের বাসস্থান বা ঘর পরিষ্কার রাখা যেমন জরুরী তেমনি পালন ব্যবস্থায় বেশ কিছু করণীয় রয়েছে। আজ চলুন জানবো ছাগলের ঘর পরিষ্কার ও পালন ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে-
১। ছাগল সকালে বের করার পর ছাগলের ঘর নিয়মিত পরিষ্কার করেত হবে।
২। ছাগলের ঘর স্যাঁতস্যাঁতে মুক্ত রাখতে হবে । আলো, বাতাস ও বায়ু চলাচল সুব্যবস্থা রাখতে হবে।
৩। বৃষ্টির পানি ও ঠাণ্ডা দুটোই ছাগলের জন্য ক্ষতিকর, তাই এ দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
৪। সপ্তাহে একদিন ছাগলের ঘর জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে ভালমতো পরিষ্কার করতে হবে।
ছাগল ঘরের প্রকৃতিঃ
ছাগল পালনের জন্য বিভিন্ন ধরণের ঘর রয়েছে। তবে সাধারণত দুই ধরণের ঘর দেখা যায়-
ভূমির উপর স্থাপিত ঘরঃ
এ ধরণের ঘরের মেঝে কাঁচা অথবা পাকা হতে পারে। সাধারণত কৃষকেরা এ ধরণের ঘরে ছাগল পালন করে থাকে। এ ধরণের ঘরের মেঝেতে শুকনো খড় বিছিয়ে ঘর সব সময় পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে।
মাচার উপর স্থাপিত ঘরঃ
এ ধরণের ঘর মাটি থেকে ৩-৪ ফুট উচ্চতায় খুঁটির উপর স্থাপিত হয়। ঘরের মেঝে বাঁশ বা কাঠ দিয়ে মাচার মত তৈরি করা হয়। এ ধরণের ঘর স্বাস্থ্যসন্মত এবং পরিষ্কার করা সহজ।
পালন পদ্ধতিঃ