আলুর শুকনো ও নরম পচা রোগের প্রতিকারে করণীয় কি তা আলু চাষিদের জানতে হবে। বর্তমানে আমাদের দেশের ব্যাপকহারে আলুর চাষ হচ্ছে। আলু চাষ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসবের মধ্যে আলুর রোগ অন্যতম। আজ আমরা জানবো আলুর শুকনো ও নরম পচা রোগের প্রতিকারে করণীয় সম্পর্কে-
আলুর শুকনো পচা রোগঃ
এক ধরনের ছত্রাকের আক্রমণে এ রোগের সৃষ্টি হয়। আলুর গায়ে কিছুটা গভীর কালো দাগ পড়ে। আলুর ভেতরে গর্ত হয়ে যায়। প্রথম পচন যদিও ভেজা থাকে পরে, তা শুকিয়ে শক্ত হয়ে যায়। আক্রান্ত অংশে গোলাকার ভাঁজ এবং কখনও কখনও ঘোলাটে সাদা ছত্রাক দেখা যায়।
প্রতিকারঃ
আলু ভালোভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে। যথাযথ কিউরিং করে আলু গুদামজাত করতে হবে। বস্তা, ঝুড়ি ও গুদামঘর ইত্যাদি ৫ শতাংশ ফরমালিন দিয়ে শোধন করতে হবে। ডাইথেন এম-৪৫ দ্রবণ ০.২ শতাংশ দ্বারা বীজ আলু শোধন করতে হবে।
আলুর নরম পচা রোগঃ
ছত্রাকের দ্বারা আলুর এ রোগ দেখা দেয়। রোগের আক্রমণে আলুর কোষ পচে যায়। পচা আলুতে এক ধরনের উগ্র গন্ধের সৃষ্টি হয়। চাপ দিলে আলু থেকে এক ধরনের দূষিত পানি বেরিয়ে আসে। আক্রান্ত অংশ ঘিয়ে রঙের ও নরম হয়, যা সহজেই সুস্থ অংশ থেকে আলাদা করা যায়।
প্রতিকারঃ
সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। অতিরিক্ত সেচ পরিহার করতে হবে। ভালোভাবে বাছাই করে আলু সংরক্ষণ করতে হবে। এক শতাংশ বিস্নচিং পাউডার অথবা তিন শতাংশ বরিক এসিডের দ্রবণে কন্দ শোধন করে বীজ আলু সংরক্ষণ করতে হবে।
সূত্রঃ কৃষি জিজ্ঞাসা