টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিশ্বজুড়ে সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টা নাগাদ এসব সেবা ব্যবহারকারীরা সমস্যার বিষয়টি জানান।
এতে ফেইসবুকে পোস্ট না দেখা, ছবি না আসা, স্ট্যাটাস-পোস্ট না দিতে পারা, মেসেঞ্জার ব্যবহারে কোনো কিছু পাঠানো ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে।
ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম তাদের সেবায় এই বিভ্রাটের বিষয়টি উল্লেখ করে দ্রুত সেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ।