বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আমার জীবন -আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে আজ ৬/১১/২১ ইং তারিখ বাল্য বিবাহ প্রতিরোধ সিভিক এনগেজমেন্ট এলায়েন্স এডভোকেসি ও লবি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর আয়োজনে এ প্রশিক্ষণে উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি,এনজিও,সমাজ সেবক সহ ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ সহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, অগ্রদূত ফাউন্ডেশনের পরিচালক
মোঃ আইয়ুব আলী,সাংবাদিক মোঃ নজরুল ইসলাম আকন,মোঃ শাহীন হাওলাদার, ইউপি সদস্য আকলিমা বেগম, মোঃ মহিউদ্দিন মুন্সি, সিডিডি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর কর্মকর্তাগন।
এ সময় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ মিডিয়ার মাধ্যমে প্রচার, লিফলেট বিতরণ,জনবহুল স্থানে সাইনবোর্ড প্রদর্শন,গ্রামে গ্রামে উঠান বৈঠক সহ ছাত্র ছাত্রী এবং অবিভাবকের সাথে আলোচনা করার বিষয় জোর দেন।