দিনাজপুরে লাউ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আগের তুলনায় এ জেলায় কৃষকরা উচ্চ ফলনশীল জাতের লাউ চাষে ঝুঁকছেন। আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় লাউ চাষে ফলনও বেশ পাচ্ছেন কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি বাজারে দামও বেশ ভালো পাচ্ছেন তারা। আগামীতে লাউয়ের চাষ আরও বাড়বে জানান স্থানীয় কৃষকরা।
কৃষকরা বলছেন, এবারের মৌসুমে অন্যান্য ফসলের তুলনায় লাউ চাষ করে কৃষকরা বেশি লাভজনক। দিনাজপুরে উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে। চাষ হওয়া প্রত্যেকটি লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। বাজারে লাউয়ের বেশ চাহিদা রয়েছে। এছাড়াও বেশ ভালো দাম পাওয়া যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার বলেন, কৃষকরা তাদের জমিতে বসেই ২০-২৫ টাকায় বিক্রি করছেন পাইকারী ব্যবসায়ীদের কাছে। উৎপাদিত এসব লাউ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে।
আরও পড়ুনঃ রংপুরে জনপ্রিয়তা পাচ্ছে শিম চাষ, দামে খুশি চাষিরা!
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার