নীলফামারীতে আমন ধানের বাম্পার ফলনে খুশি হয়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় আমন ধান চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন কৃষকরা। বাজারে ধানের দাম ভালো পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন তারা।
জেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চালতি মৌসুমে জেলাতে ১ লাখ ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাষ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে। গতবারের তুলনায় বেশি চাষ করা হয়েছে ৪৫৮ হেক্টর জমিতে। এই ১ লাখ ১৩ হাজার ১০০ হেক্টরের মধ্যে উফশি ৯৪ হাজার ১৩৪ হেক্টর, স্থানীয় জাত ৫১০ হেক্টর, ও হাইব্রিড ১৮ হাজার ৪২৫ হেক্টর।
আবুল কালাম বলেন, চলতি মৌসুমে ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। এবার অনুকূল আবহাওয়া ও সারের ঘাটতি না থাকায় ধানের ফলন ভালো হয়েছে। ধান উঠার আগে কোনো দুর্যোগ না হলে লাভবান হতে পারবো বলে আশা করছি।
জেলার কৃষি সস্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক আবু বক্কর জানান, ধানের অধিক ফলনের জন্য স্থানীয় জাতের তুলনায় হাইব্রিড ও উফশী জাতের ধান চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আমন চাষের উপযুক্ত পরিবেশসহ অন্য কোনো ঘাটতি না থাকায় ফলন ভালো হয়েছে।
আরও পড়ুনঃ নওগাঁয় জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান, বাড়তি আয়ে খুশি চাষিরা
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার